সিদ্ধার্থ শুক্লা, পুনীত রাজকুমারের পাশাপাশি একাধিক অল্পবয়সী তারকারাই মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে, এই ৪ অভিনেতা অল্প বয়সেই প্রয়াত হয়েছেন হৃদরোগে, রইলো তালিকা

চলতি বছরেই ২রা সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সেই না ফেরার দেশে চলে যান সিদ্ধার্থ শুক্লা। সিদ্ধার্থ শুক্লার পর এবার পুনিথ রাজকুমার মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে। এই কন্নড় জনপ্রিয় অভিনেতা মাত্র ৪৬ বছর বয়সেই চলে গেলেন সকলকে ছেড়ে। অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে ভর্তি ছিলেন অভিনেতা। গতকাল, শনিবার প্রয়াত হয়েছেন এই কন্নড় অভিনেতা। এনারা ছাড়াও আরও একাধিক অল্পবয়সী তারকারা মারা গিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে, জেনে নিন তারা কারা!
১) রাজ কৌশল: বলিউড অভিনেত্রী, পরিচালক তথা প্রযোজক মন্দিরা বেদীর স্বামী মাত্র ৫০ বছর বয়সেই মারা গিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। শোনা গেছিল হাসপাতলে নিয়ে যাওয়ার কিংবা চিকিৎসা করার সুযোগটাও পাওয়া যায়নি তার ক্ষেত্রে।
২) অমিত মিস্ত্রি: একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি হিট ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। অ্যামাজন প্রাইময়ের মত বড় প্ল্যাটফর্মে কাজ করতে দেখা গিয়েছে অমিত মিস্ত্রিকে। বলিউডে বড়পর্দাতেও দেখা মিলেছে এই অভিনেতার। মাত্র ৪৭ বছরের এই অভিনেতাও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চলতি বছরেই।
৩) ইন্দর কুমার: ২০১৭ সালে মাত্র ৪৪ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই অভিনেতা। বলিউডের একাধিক জনপ্রিয় হিট ছবিতে অভিনয় করতে দেখা গেছে ইন্দর কুমারকে। তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।
৪) আরতি আগারওয়াল: ২০১৫ সালে মাত্র ৩১ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হন আরতি আগরওয়াল। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। একসময়ে বলিউডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।