ঘুরে গেল ভাগ্যের চাকা! মেকআপের ছোঁয়ায় “মডেল” হয়ে উঠলেন রানু মণ্ডল, এবারের মা দুর্গা রুপে ধরা দিলেন রানু মণ্ডল! উসকো খুসক চুল, পাগলীর বেশ ছেড়ে এবার অপরূপ সুন্দরী রমণীর বেশ নিলেন তিনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

রানু মন্ডল। এই নামটার সাথে এখন কম বেশি সকলেই পরিচিত। একটা সময় রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এরপর সেই গানের জাদুতে রাতারাতি ভাগ্য ঘুরে যায় রানু মন্ডলের। সোশ্যাল মিডিয়ায় তার গানের ভিডিও ছড়াতে থাকে আগুনের বেগে। রাজ্যের সীমানা পার করে পৌঁছে যান বলিউডে। গান গাওয়ার সুযোগ পান বিখ্যাত সুরকার হিমেশ রেশমিয়ার সাথে। এক লহমায় খ্যাতির চূড়ায় পৌঁছে যান একসময়ের এই “স্ট্রিট সিঙ্গার।”
এহেন রানু মন্ডল বারবার জড়িয়েছেন বিতর্কেও। খারাপ ব্যবহার, বেফাঁস মন্তব্য তাকে বারবার লাইন লাইটে এনে ফেলেছে। তার মানসিক অবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে বহু মানুষ রীতিমত উৎপাত করেছেন তার বাড়িতে গিয়ে। নানান ইউটিউবাররা তাকে নিয়ে তৈরি করেছেন নানা ধরনের মিম।
এই রানু মন্ডল ,সকলের প্রিয় রানুদি ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রানু মন্ডল এর মেকআপের ভিডিও ভাইরাল হয়েছে। তা নিয়ে ফের সৃষ্টি হয়েছে বিতর্কের। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা ইউটিউবার পুজোয় রানু মন্ডলের জন্য নিয়ে গিয়েছেন নতুন শাড়ি। শাড়ি দেখে রানু মন্ডল সেই মহিলাকে প্রশ্ন করে বসেন যে এই শাড়িটা নতুন নাকি কারোর পড়া?
এরপর সেই মহিলা রানু মন্ডলকে বোঝাতে সক্ষম হলে শুরু হয় এক অন্য পর্ব। এক মেকআপ আর্টিস্ট রানু মন্ডলকে সাজিয়ে দেন নতুন রূপে। চড়া মেকাপে রানু মন্ডলকে ভালো লাগলেও তার ব্যবহারের জন্য ফের তিনি কটাক্ষের শিকার হয়েছেন নেটিজেনদের। কেউ কেউ রানু মন্ডলের এই মেকাপের প্রশংসা করলেও কেউ আবার বলেছেন, রানু মন্ডলের খারাপ ব্যবহার ও সন্দেহ প্রবণতার জন্যই তিনি তার যশ – খ্যাতি হারিয়েছেন। অতীতের মতই, কিছু ইউটিউবার আবার রানু মন্ডলের সেই মেকাপের ভিডিও নিয়ে তৈরি করে ফেলেছেন মিমও।সে যাই হোক,পুজোর মধ্যেই রানু মন্ডলের এই ভিডিও ফের একবার তোলপাড় সৃষ্টি করলো নেট দুনিয়ায় তা বলাই যায়।