Storyটলিউড

দেব থেকে মধুমিতা-নুসরত! জানুন টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কাদের কাছে রয়েছে কোন বিলাসবহুল গাড়ি, সামনে আসলো তথ্য

সেলিব্রিটি হক বা সাধারণ মানুষ গাড়ির শখ সকলেরই থাকে। আজ আমরা কথা বলবো টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী দেশে গাড়ি কালেকশন নিয়ে।

১. মিমি চক্রবর্তী : টলিউড অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি এখন তৃণমূল সাংসদ তার ঘাড়ের কালেকশন এ রয়েছে BMW, Marcedes Benz তবে ভোটের নির্বাচনের সময় তিনি ইনোভা ক্রিস্টা ব্যাবহার করেন।

২. দেব অধিকারী : বাংলা সিনেমা জগতের জনপ্রিয় একজন অভিনেতা হলেন দেব। তার সুনাম দিকে দিকে ছড়িয়ে রয়েছে। তার কাছে BMW, Mercedez ও হন্ডা সিভিক এর মতন দামি গাড়ি রয়েছে।

৩. নুসরাত জাহান : টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন নুসরাত জাহান। BMW, Mercedes Bez সহ বেশ কয়েকটি গাড়ি রয়েছে তার কাছে।

৪. অঙ্কুশ হাজরা : জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে কিছুদিন আগেই BMW গাড়ির মালিক হয়েছে।

৫. কোয়েল মল্লিক : টলি কুইনের কাছে গাড়ির বিপুল সম্ভার রয়েছে। তবে তিনি বেশির ভাগ সময়ই BMW ব্যবহার করেন।

৬. মধুমিতা সরকার : বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন প্রবেশ ঘটেছে মধুমিতার। কয়েকদিনের মধ্যেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন। হাজার হাজার পুরুষ হৃদয় করেছেন ইতিমধ্যেই। তার গাড়ির সম্ভারের মধ্যে রয়েছে ভক্সওয়াগন গাড়ি।

৭. পায়েল সরকার : অভিনেত্রী পায়েল সরকারের কাছে রয়েছে BMW গাড়ি।

Related Articles

Back to top button