
সেলিব্রিটি হক বা সাধারণ মানুষ গাড়ির শখ সকলেরই থাকে। আজ আমরা কথা বলবো টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী দেশে গাড়ি কালেকশন নিয়ে।
১. মিমি চক্রবর্তী : টলিউড অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি এখন তৃণমূল সাংসদ তার ঘাড়ের কালেকশন এ রয়েছে BMW, Marcedes Benz তবে ভোটের নির্বাচনের সময় তিনি ইনোভা ক্রিস্টা ব্যাবহার করেন।
২. দেব অধিকারী : বাংলা সিনেমা জগতের জনপ্রিয় একজন অভিনেতা হলেন দেব। তার সুনাম দিকে দিকে ছড়িয়ে রয়েছে। তার কাছে BMW, Mercedez ও হন্ডা সিভিক এর মতন দামি গাড়ি রয়েছে।
৩. নুসরাত জাহান : টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন নুসরাত জাহান। BMW, Mercedes Bez সহ বেশ কয়েকটি গাড়ি রয়েছে তার কাছে।
৪. অঙ্কুশ হাজরা : জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে কিছুদিন আগেই BMW গাড়ির মালিক হয়েছে।
৫. কোয়েল মল্লিক : টলি কুইনের কাছে গাড়ির বিপুল সম্ভার রয়েছে। তবে তিনি বেশির ভাগ সময়ই BMW ব্যবহার করেন।
৬. মধুমিতা সরকার : বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন প্রবেশ ঘটেছে মধুমিতার। কয়েকদিনের মধ্যেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন। হাজার হাজার পুরুষ হৃদয় করেছেন ইতিমধ্যেই। তার গাড়ির সম্ভারের মধ্যে রয়েছে ভক্সওয়াগন গাড়ি।
৭. পায়েল সরকার : অভিনেত্রী পায়েল সরকারের কাছে রয়েছে BMW গাড়ি।