স্ত্রী শুভশ্রী এবং প্রাক্তন প্রেমিকা মিমি কে একই ফ্রেমে নাচালেন পরিচালক রাজ চক্রবর্তী! ভাইরাল ভিডিও

টলিউড ইন্ডাস্ট্রি হোক কিংবা সোশ্যাল মিডিয়া রাজ শুভশ্রী জুটির জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। বর্তমানে তাদের ছেলে ইউভান নেটদুনিয়ার খুদে সেনসেশন। নাদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া মানেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাওয়া।
টলিপাড়া কিংবা দর্শকমহল কারোরই জানতে বাকি নেই রাজ শুভশ্রীর সম্পর্ক তৈরি হওয়ার আগে ইন্ডাস্ট্রিতে মিমি চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন রাজ চক্রবর্তী। তবে পরবর্তীকালে সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেঁকেনি। শুভশ্রী গাঙ্গুলী ও মিমি চক্রবর্তীকে একই ফ্রেমে খুব কম দেখা গেছে।
টলিউড ইন্ডাস্ট্রিতে রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী ও প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তী দুজনেই প্রতিষ্ঠিত প্রথম সারির নায়িকা। এই দুই অভিনেত্রীকে একই সাথে পর্দায় দেখা যায় না বললেই চলে। তবে রাজ চক্রবর্তীই একবার এই অসাধ্য সাধন করেছিলেন।
বছরখানেক আগে রাজ চক্রবর্তীর পরিচালনায় মিউজিক ভিডিও ‘জয় জয় দূর্গা মা’ তৈরি হয়েছিল। যেখানে একই সাথে নাচতে দেখা গিয়েছিল মিমি ও শুভশ্রীকে।
এই মিউজিক ভিডিওতে পর্দায় দেখা গিয়েছিল টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে। এই মিউজিক ভিডিওতে বনি সেনগুপ্ত, নুসরাত জাহান, শুভশ্রী গাঙ্গুলী, মিমি চক্রবর্তী জিৎ গাঙ্গুলী এবং আমাদের সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলীর দেখা মিলেছিল। এই গানটি অভিজিৎ ভট্টাচার্য, শান, জিৎ গাঙ্গুলী একত্রে গেয়েছিলেন। দু’বছর আগে তৈরি করা হয়েছিল এই মিউজিক ভিডিওটি।
বহু মানুষ পছন্দ করেছিলেন ভিডিওটি। এই বছর পুজোর ভিডিও সং হিসেবেই বার করা হয়েছিল এটি। ঐ বছরে প্রায় সমস্ত পূজামণ্ডপেই শোনা গিয়েছিল এই গানটি। দুবছর আগে একই ফ্রেমে শুভশ্রী ও মিমিকে একসাথে নাচানোর মত অসাধ্য সাধন করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী।