কোনো বাবাই এখন সাথে নেই! নিজের মাকে বাবা-মা দুয়েরই দরজা দিলেন শুভশ্রীর দিদির ছেলে অনীশ

বাবা কথাটা খুবই ছোট কিন্তু মানে এক বিশাল বট গাছের মতো। যার ছায়া মাথার ওপর থাকলে এমন অনেক বাধা পেরিয়ে যাওয়া যায় যা একার পক্ষে হয়তো সম্ভব হয় না। বাবাদের সম্মান জানানোর জন্য আলাদা করে কোন দিনের প্রয়োজন হয় না।
আমাদের ইচ্ছা থাকলে আমরা তাদের যোগ্য সম্মানটা তাদেরকে দিতে পারি প্রতিদিন। তবে সবকিছুরই একটা নির্দিষ্ট দিন থাকে, তাই ‘ফাদার্স ডে’-এরও আছে। তবে পৃথিবীতে এমন অনেকেই আছেন যাদের বাবা নেই বা বাবার সাথে থাকেনা।
সম্প্রতি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর দিদির ছেলে অনীশ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘ফাদার্স ডে’ উপলক্ষে নিজের মা দেবশ্রী গাঙ্গুলীর সঙ্গে ছবি শেয়ার করেছেন। ছবিটি পোস্ট করে অনীশ লিখেছেন তার মা তার কাছে শুধু মা নন তার বাবাও।
একজন মায়ের পক্ষে খুব কঠিন সন্তানের বাবা-মা দুটোই হয়ে ওঠা কিন্তু তিনি সেটা করেছেন। তার মা তার কাছে প্রেরণার মত। তিনি তার মাকে খুবই ভালোবাসেন। এমনটাই লিখেছেন অনীশ ‘ফাদার্স ডে’-তে তার মায়ের উদ্দেশ্যে।
অনীশ তার মায়ের উদ্দেশ্যে এই পোস্টটি করার পর তার মা দেবশ্রী গাঙ্গুলী নিজের অ্যাকাউন্ট থেকে সেই পোষ্টটি আবার রিপোস্ট করেন।
শুধুমাত্র নিজের মায়ের কাছে নন তিনি তার মাসি অর্থাৎ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর কাছে খুবই প্রিয় একজন মানুষ। অভিনেত্রী আনীশকে নিজের ছেলের মতোই দেখেন।
মাঝে মাঝেই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার সাথে ছবি পোস্ট করতে দেখতে পাওয়া যায়। বেশ অনেকদিন আগে অভিনেত্রী তার দিদির ছেলে অনীশের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন তিনি তার প্রথম সন্তান। এর থেকে বোঝা যাচ্ছে অনীশ তার মা এবং মাসির দুজনেরই খুবই আদরের।
View this post on Instagram