বিনোদন

ঝলমলে সাজে ধরা দিলেন মালাইকা অরোরা, প্রেমিক অর্জুনকে দেখে হিংসায় মরছেন পুরুষেরা।, ভাইরাল ভিডিও ও ছবি

বয়স প্রায় ৫০ ছুঁইছুঁই কিন্তু তার মাখন এর মত চিকন শরীর দেখে তাকে মনে হয় ৫০ নয় বরং তার বয়স মাত্র ২৫। তাকে দেখামাত্র এই উষ্ণতা অনুভব করছেন পুরুষেরা।

সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে মালাইকা অরোরার একটি রাম্প ওয়াকের ছবি। যাতে দেখা যাচ্ছে একটি নীল-সবুজ মিশ্রিত ময়ূর রঙা পোশাক পরে রয়েছেন তিনি। যেন তিনি ব়্যাম্পওয়াক নয় বরং ঠিক যেন একটা ময়ূরের মত পেখম মেলে ব়্যাম্পে ডান্স করছেন। তার মাখনের মত শরীর বেয়ে ঝরে পড়ছে গ্ল্যামার। ঠিক যেন স্বর্গের কোন অপ্সরা।

মালাইকা আরোরা, খ্যাতি লাভ করেছিলেন শাহরুখ খানের “দিল সে” সিনেমার জন্য। সিনেমাটিতে তাকে দেখা গেছিল একটি ট্রেনের ওপর “ছাইয়া ছাইয়া” গানে দুর্দান্ত নাচ করতে। সেই নাচ তোলবার করেছিল বলিউডকে । সুপার ডুপার হিট হয়েছিল এই নাচ। তারপর মালাইকা বিয়ে করেন সালমান খানের ভাই আরবাজ খানকে। কিন্তু বেশ কিছু বছর সংসার করার পর বিচ্ছেদ হয়ে যায় তাদের। বর্তমানে তার থেকে বয়সে ছোট অভিনেতা অর্জুন কাপুরের সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি ।

এমন একজন সুন্দরী সেক্সী প্রেমিকা থাকার জন্য অর্জুন কাপুরকে রীতিমত হিংসা করছেন পুরুষেরা। অনেকে আবার তাকে খুব ভাগ্যবান বলেও মনে করছেন ।

 

View this post on Instagram

 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

Related Articles

Back to top button