বিনোদন

ঝালাক দিকলাজার স্টেজে এবার কিলি পলের সঙ্গে পা মেলালেন মাধুরী, ভাইরাল ভিডিও

কিলি পল (Kili Paul) তানজানিয়ার একজন বিখ্যাত টিকটকার। তার নিজস্ব স্টাইলে বিভিন্ন বলিউড গানের সঙ্গে নেচে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। এই মুহূর্তে কিলি পল রয়েছেন ভারতে। বিখ্যাত এই টিকটকার সম্প্রতি পৌঁছে গিয়েছিলেন ‛ঝালাক দিকলাজা সিজন ১০’ র (Jhalak Dikhhla Jaa 10) মঞ্চে । ঝালাক দিকলাজার মঞ্চে এবার একসাথে পা মেলেন বলিউডের বিখ্যাত ডান্স কুইন মাধুরী দীক্ষিত ও টিকটকার কিলি পল।

গত শুক্রবার কালার্স টিভির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ‛ঝালাক দিকলাজা সিজন ১০’ র আপকামিং একটি এপিসোডের প্রোমো আপলোড করা হয়েছিল। সেই প্রোমো সোশ্যাল মিডিয়ায় আসতেই রীতিমতো ভাইরাল হয়ে যায়। সেই প্রোমোতে দেখা যাচ্ছে মাধুরী দীক্ষিত ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‛আঞ্জাম’ র জনপ্রিয় গান ‛Channe Ke Khet Mein’-এর সাথে নাচ করছেন। মাধুরীকে দেখে সেই স্টেপ গুলো ফলো করছেন কিলি।

চমকের এখানেই শেষ নেই। এরপর কিলিকে দেখা যায় ‛ঝালাক দিক লাজা’ র টাইটেল ট্র্যাকে নাচতে।এরপর নোরা ফাতেহি সহ প্রতিযোগীরা উঠে আসন মঞ্চে। প্রতিযোগী, বিচারক থেকে কিলি, সকলেই নেচে ওঠেন ‛নাচ মেরি রানী’গানে। অনুষ্ঠানটির প্রোমো সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আসতে থাকে বিভিন্ন কমেন্ট। এক ব্যবহারকারী যেমন লিখেছেন,”কিলি আমাদের কখনো নিরাশ করেন না। ভারতের তরফ থেকে অনেক ভালোবাসা।” কেউ কেউ আবার লিখেছেন,”পুরো এপিসোডটা কবে আসবে তার জন্য অপেক্ষা করে আছি।” কিলির আগমনে আগামী পর্বের ঝালাক দিকলাজা অনুষ্ঠানে যে বড়সড় বিস্ফোরণ হতে চলেছে তা বলাই যায়।

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

Related Articles

Back to top button