বিনোদন

প্রেমের ক্ষত অভিনেত্রীদের, তবুও মনোকষ্টকে হেলায় হারিয়েছেন যে তারকারা আসুন চিনে সেই তারকাদের

ব্রেকআপ। চার অক্ষরের ছোট্ট একটা শব্দ। কিন্তু, এই ভাঙনের চিহ্ন যে কতখানি গভীর হতে পারে সে কেবল ভুক্তভোগীরাই জানে‌। আম-আদমি থেকে শুরু করে সেলেব্রিটি-বিচ্ছেদের বেদনায় কাতর হননি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। তবে, বিরহের মুহূর্তেকে সরিয়ে রেখে সকলকেই ফিরতে হয় জীবনযুদ্ধে। সেখানে আর পাঁচজন ছাপোষা মানুষের সাথে কোন ফারাক নেই তারকাদের। ছোট পর্দার বেশ কয়েকজন অভিনেত্রী তাদের নিজেদের দুঃখের কথা সামনে এনেছেন, শুধু তাই নয়, সেই দুঃখকে পাশে ঠেলে রেখে জীবনে এগিয়ে গিয়েছেন এরা। অনেকেই ফের ভালোবাসার সন্ধান পেয়েছেন জীবনে। আর বারবার বলেছেন, এভাবেও ফিরে আসা যায়… চলুন দেখে নেওয়া যাক কারা রয়েছেন সেই তালিকায়….

ঐশ্বর্য শর্মা
Ghum Hai Kisikey Pyaar Meiin সিরিয়ালের পাখি অরফে ঐশ্বর্য শর্মার জীবনেও একসময় নেমে এসেছিল বিষাদের ছায়া। প্রেম ভেঙে যাওয়ার পর সেই ভয়ঙ্কর যন্ত্রনার দিনগুলোর স্মৃতি এখন অনেকটাই ম্লান। আজকাল অভিনেতা নীল ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি।
Aishwarya Sharma Height, Age, Boyfriend, Family, Biography & More » StarsUnfolded

অনুশা দান্ডেকর
জনপ্রিয় টেলি অভিনেত্রী অনুশা দান্ডেকরকেও দীর্ঘদিন বিচ্ছেদ বেদনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সম্পর্ক ভাঙার খবর অবশ্য খুব বেশিদিন লুকিয়েও রাখতে পারেননি। যন্ত্রণায় বিদ্ধ অনুশা শেষপর্যন্ত অবশ্য পুরনো স্মৃতি সরিয়ে এগিয়ে গিয়েছেন সামনের দিকে।
Anusha Dandekar - Wikipedia

আদা খান
প্রেম ভেঙে গিয়েছে নাগিন খ্যাত অভিনেত্রী আদা খানেরও। সম্পর্ক ভেঙে যাওয়ার পর মুখ খুলেছিলেন আদা। জীবনের ঝড়-ঝাপটা সামলে কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। নতুন করে নিজের স্বপ্নের জগত তৈরী করতে তিনি এখন ব্যস্ত।
Adaa Khan Age, Boyfriend, Family, Biography & More » StarsUnfolded

কামিয়া পঞ্জাবি
অভিনেত্রী কামিয়া পঞ্জাবিও ব্রেক আপের পর মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ২০১৫ সালে তৎকালীন মনের মানুষের সঙ্গে তার সম্পর্কে ভাঙন ধরে। এখন, অবশ্য সেই সব যন্ত্রণার দিন অতীত। বহু মানসিক টানাপোড়েনের পর এখন সুখেই আছেন অভিনেত্রী।
Kamya Punjabi Age, Boyfriend, Husband, Family, Biography & More » StarsUnfolded

সম্পর্ক ভেঙেছে, মনের মধ্যে চলেছে তীব্র যন্ত্রনা। সম্পর্ক ভাঙার বিষাদ থেকে ফের তাঁরা ফিরেছেন জীবনের ছন্দে। তবে, রিল লাইফের ব্রেকআপের ছবিও যে কখনও কখনও তাদের রিয়েল লাইফে ধরা পড়েছে একথা বলাই বাহুল্য ।

Related Articles

Back to top button