বিনোদন

অভিমুন্য কে ভুলে এবার দেবশ্রী পুত্রকে মন দিলেন শ্রাবন্তীর হবু বৌমা, জল্পনা জড়ালো হল দামিনীর ইনস্টাগ্রাম পোস্টে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

প্রেম ভাঙছে শ্রাবন্তী পুত্র অভিমুন্য এবং তার প্রেমিকা দামিনী ঘোষের। সোশ্যাল মিডিয়া চোখ রাখলে এমনটাই আন্দাজ করা যাচ্ছে। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অভিমন্যু নয় দামিনী স্বপ্নের পুরুষ নাকি অন্য আরেকজন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হবু বৌমা নাকি নিজের হৃদয় সঁপেছে শুভশ্রী গাঙ্গুলীর বড় দিদি দেবশ্রীর বড় ছেলে অনীশ কে। সম্প্রতি দামিনীর করা instagram পোস্টে আপাতত সেই কথাই বলছে। কিছুদিন আগেই গিয়েছে অনীশ এর শুভ জন্মদিন এবং বন্ধুর জন্মদিনে গণেশ চতুর্থীর একটি ছবি শেয়ার করে দামিনী লিখেছেন ‘শুভ জন্মদিন আমার সবথেকে প্রিয় মানুষ, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি’। সঙ্গে একটি হার্ট ইমোজি। আর দামিনীর এই পোস্টেই শুরু হয়ে গেছে সমালোচনা।

অনেকেই ফিসফিস করে বলছেন শ্রাবন্তীর হবু বউমা দেখছি শ্রাবন্তীর মতোই স্বভাব পেয়েছে, শাশুড়িকেও এবার টেক্কা দিতে চলেছে সে। অনীশ এর জন্মদিনে নিজের মতো করে অনেক বাইরে সময় কাটিয়েছে। ছেলে নেই বলে মা দেবশ্রীর ভীষণ মন খারাপ ছিল। বিশেষ বন্ধুর জন্মদিনে পোস্ট শেয়ার করেছেন দামিনী। তবে কিছুদিন আগেই ১৪ ই আগস্ট গিয়েছিল অভিমুন্যর জন্মদিন। সেখানে শুধুমাত্র অভিমুন্য কে জন্মদিনের শুভেচ্ছা বার্তাই জানিয়েছিল দামিনী। আর কিছুই বিশেষ করে বলেনি তিনি।

তবে অভিমুন্য এবং দামিনী কখনোই বলেনি যে তারা সম্পর্ক রয়েছে। শ্রাবন্তী এবং অভিমুন্য সঙ্গে হামেশাই পাহাড়ে, সমুদ্রে ঘুরতে যেতে দেখা যেত দামিনীকে। শাশুড়ির সঙ্গে এদিক ওদিক হামেশাই ঘুরে আসতেন তিনি। প্রতিবছরে একসঙ্গে মালদ্বীপ ভ্রমণেও গিয়েছিলেন তারা। সেখানে বিকিনি পরে দেখা গিয়েছিল দুজনকে। তবে আসল ঘটনা কি? অভিমুন্যর সঙ্গে দামিনীর সম্পর্ক কি আদেও ভাঙছে নাকি এর পেছনে অন্য কোন গল্প রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Damini Ghosh (@daminighosh77)

Related Articles

Back to top button