“সাহসী অভিনেত্রী পাওলি দাম!” সৎ ছেলের বন্ধুর সাথে চিত্রনাট্যের প্রয়োজনে সঙ্গমে রাজি বিউটি কুইন

টলিউড থেকে বলিউড সর্বত্র একজন খ্যাতনামা অভিনেত্রী হয়ে উঠেছেন পাওলি দাম। বর্তমানে অভিনয় জগতের বেশ জনপ্রিয় নাম পাওলি। বর্তমানে দুটি ইন্ডাস্ট্রি জুড়েই দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। শুধু বড়পর্দায় নয় অতিথি প্ল্যাটফর্মেও দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অভিনেত্রীর হিন্দি ওয়েব সিরিজ “কর্মযুদ্ধ”। সেখানে সতীশ কৌশিক, আশুতোষ রাণা প্রমুখ অভিনেতাদের সাথে দেখতে পাওয়া গেছে অভিনেত্রীকে।
কাহিনীর পটভূমি কলকাতাকে ভিত্তি করে। শহর কলকাতার বুকে রায় পরিবারকে কেন্দ্র করেই মূল ঘটনার শুরু। তবে অভিনেত্রীর চরিত্র মূল নয়। একজন পরিবারের সদস্যের চরিত্রে অভিনয় করতে পাওয়া গিয়েছে অভিনেত্রীকে। অভিনেত্রীর চরিত্রটি একদম অন্যরকমের। ওয়েব সিরিজে তিনি একজন সফল মহিলা ব্যবসায়ী হিসেবে ফুটিয়ে তুলেছেন নিজেকে। আবার পারিবারিক সম্পর্কের মধ্যেই তার রয়েছে একটি সৎ ছেলে। যার সাথে তার সম্পর্ক বেশ ভালই। এ সম্পর্কের দৌলতেই সৎ ছেলের বন্ধুর সাথেও ভালো সম্পর্ক তৈরি হয় তার। এমন চলতে চলতেই সম্পর্কে তৈরি হয় জটিলতা।
অঞ্জনা সুখানি ও অভিনেতা প্রণয় পাচৌরি প্রমুখ অভিনেতারা কাজ করেছেন এই ওয়েব সিরিজে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার থেকে সম্প্রচার হয়েছে এই ওয়েব সিরিজ। কিন্তু শুধু অভিনয় নয় আমরা সকলেই জানি পাওলি গান খুব ভালো গান। এই ওয়েব সিরিজে অভিনেত্রী খালি গলায় গানও গেয়েছেন।
প্রসঙ্গত কয়েক বছর আগেও “অঙ্কুর অরোরা মার্ডার কেস” ফিল্মেও অভিনয় করতে দেখতে পাওয়া গিয়েছিল পাওলিকে। পাওলির অভিনয় সেখানেও বেশ প্রশংসিত হয়। আবার কয়েকমাস আগে রিলিজ হয়েছে “দ্য গ্ৰেট ইন্ডিয়ান মার্ডার”। সেই ওয়েব সিরিজেও কাজ করতে দেখতে পাওয়া দিয়েছে অভিনেত্রীকে। সেটিও মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টার থেকে। সেখানেও অভিনেত্রীর অভিনয়ের যথেষ্ট প্রশংসিত হয়েছে। ওই সিরিজে তাঁর পাশাপাশি অভিনয় করতে দেখা যায় জনপ্রিয় অভিনেতাদের। বর্তমানে ওয়েব সিরিজের জনপ্রিয় অভিনেতা প্রতীক গান্ধীকেও দেখতে পাওয়া গেছে এই ওয়েব সিরিজে।