সিদ্ধার্থের চিতার পাশে লুটিয়ে পড়ে একথাই বলে চলেছিলেন শেহনাজ…মন কাঁদবে আপনারও!

ভালোবাসার মানুষ যখন আচমকাই সঙ্গ ছেড়ে চলে যায়, সেই যন্ত্রণা ভাষায় ব্যক্ত করা যায় না। সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছে শেহনাজের গোটা জগত। পরস্পর সম্পর্কে থাকার কথা খোলাখুলি স্বীকার না করলেও, শেহনাজকে বহুবার প্রকাশ্যে সিদ্ধার্থের প্রতি ভালোবাসার কথা বলতে শোনা গিয়েছে। সপ্তাহখানেক আগেই বিগ বস ওটিটির মঞ্চে শেহনাজ জোর গলায় জানিয়েছেন, ‘সিদ্ধার্থ আমার বয়ফ্রেন্ড নয়, আমার পরিবার… বয়ফ্রেন্ডের সঙ্গে তো সম্পর্ক ভাঙে, সিদ্ধার্থ আর আমার সম্পর্ক অটুট’।
সিদ্ধার্থের শেষকৃত্যে প্রাণোচ্ছ্বল শেহনাজের বিধ্বস্ত অবস্থা থেকে চোখে জল এসেছে সকলের। এলোমোলো চুল, কান্নাভেজা চোখে ওশিওয়াড়া শ্মশানে পা দিয়েই সিদ্ধার্থ নাম উচ্চারণ করতে করতে অ্যাম্বুলেন্সের দিকে ছুটে যেতে দেখা গিয়েছে তাঁকে।
সিদ্ধার্থের মৃত্যুতে শেহনাজের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় নিয়ে মুখ খুলেছেন তাঁর বহু তারকা বন্ধুই। শেষকৃত্যে উপস্থিত সম্ভাবনা শেঠ জানিয়েছেন সিদ্ধার্থের অন্ত্যেষ্টির সময় শেহনাজকে দেখে কেউই চোখের জল আটকে রাখতে পারেননি। শ্মশানের অন্দরের শেহনাজের যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে সিদ্ধার্থের জ্বলন্ত চিতার পাশে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় শেহনাজকে শুয়ে থাকতে দেখা গিয়েছে।
‘সিদ্ধার্থ মেরা বাচ্চা..’, শ্মশানভূমিতে সিদ্ধার্থের মরদেহ আগলে বারবার একথাই বলে চলে ছিলেন শেহনাজ। সিদ্ধার্থের পার্থিব শরীর চিতায় দেওয়ার পূর্বে শেষ শ্রদ্ধা জানানোর জন্য কিছু সময় রাখা হয়েছিল, সিদ্ধার্থের পায়ের সামনে চুপচাপ বসেছিলেন শেহনাজ। পরবর্তীতে অন্ত্যেষ্টির বিধিতেও যোগদেন চর্চিত প্রেমিক, এমনটাই ইটিটাইমসকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ।
সম্ভাবনা জানান, বিগ বস-এর ঘরে থাকাকালীন সিদ্ধার্থকে বাইরে থেকে প্রচুর সাপোর্ট করেছিলেন তিনি। পরবর্তী সময়ে সম্ভাবনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান সিদ্ধার্থ। সেই সময় বিন্দু দারা সিংয়ের সঙ্গে ছিলেন সিদ্ধার্থ, বিন্দু তাঁকে আমন্ত্রণও জানান একসঙ্গে পার্টি করতে। তবে কাজে ব্যস্ত সম্ভাবনা জানিয়েছেন ‘অন্য সময় পার্টি করব’। ভাঙা গলায় অভিনেত্রী যোগ করেন, ‘আমি কী আর জানতাম এরপর সিদ্ধার্থের সঙ্গে এইভাবে দেখা হবে’।
দু-বছর আগে বিগ বসের ঘরে প্রথম দেখা সিদ্ধার্থ-শেহনাজের। সেখান থেকেই দুজনের বন্ধুত্ব, প্রেমর গুঞ্জন হামেশাই জড়িয়ে থেকেছে এই জুটিকে। ভালোবেসে তাঁদের ‘সিধনাজ’-এর নাম দিয়েছিল ভক্তরা। আজ জল তাঁদের চোখেও।
Trajick ending for SidNaaz 😰
I can't face this Reality Show anymore..😭
Such a Bad script written by Lord Shivji 😰pic.twitter.com/b8WuDGw54u#SidNaazForever— Double Den (@sannt8) September 3, 2021