হেরে গেলো ‘সর্বজয়ার’ দেবশ্রী রায়! বিয়ে দেখিয়েই বাজিমাত করলো ‘মন ফাগুন’, পুজোতেও TRP-তে আবার বাংলা সেরা মিঠাই

এই সপ্তাহে টিআরপি তালিকায় স্টার জলসার তরফে সবচেয়ে বেশি রেটিং পেল ‘মন ফাগুন’। এই তালিকাতে প্রথম ৫-এ ঢুকে পড়েছে এই সিরিয়াল। তবে ‘মিঠাই’ এক নম্বর স্থান ধরে রেখেছে অচিরেই। বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা প্রকাশের দিন। তবে পুজো মরশুমের সঙ্গে আইপিএল এর জন্য এবার সব ধারাবাহিকেরই টিআরপি কমেছে বেশ খানিকটা গত সপ্তাহের তুলনায়। তবে প্রত্যাশিতভাবেই বিগত বেশ কয়েক সপ্তাহের মত এবারও টিআরপি তালিকায় সর্বোচ্চ স্থানটি দখল করে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। যা আবারো প্রমাণ করে দিল সিদ্ধার্থ এবং মিঠাইয়ের বিয়ের দৃশ্য দেখতে মুহূর্তের জন্য দর্শকরা টিভির পর্দা থেকে চোখ সরাননি।
এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-
মিঠাই- ১০.৬ (প্রথম)
যমুনা ঢাকি- ৮.০০ (দ্বিতীয়)
উমা- ৭.৭ (তৃতীয়)
অপরাজিতা অপু- ৭.৩ (চতুর্থ)
মন ফাগুন- ৭.১ (পঞ্চম)
করুণাময়ী রাণী রাসমণি- ৭.০ (ষষ্ঠ)
ধূলোকণা- ৬.৮ (সপ্তম)
সর্বজয়া- ৬.৭ (অষ্টম)
খড়কুটো- ৬.৪ (নবম)
গঙ্গারাম- – ৬.০ (দশম)
আমাদের এই পথ যদি না শেষ হয়- ৬.০ (দশম)