বাংলা সিরিয়াল

ডাক্তারি পড়া ভুলে গিয়ে বিয়ের পিঁড়িতে রাধিকা, সিঁদুর ফেলে দেওয়ায় আবার কাঁদছে! এক্কাদোক্কার নতুন প্রমো ভিডিও দেখে বিরক্ত অনুরাগীরাও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রমো ভিডিও

স্টার জলসা এবং জি বাংলা বেশ কয়েকটি নতুন ধারাবাহিকের সিরিজ এনেছে নিজেদের স্লটে। এই ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল স্টার জলসার “এক্কা দোক্কা”। অন্যান্য আর পাঁচটা ধারাবাহিকের মতোই এই ধারাবাহিক কেউ গল্প শুরু হতে না হতেই বিয়ের স্লট চলে এসেছে। দর্শকমহল বারবার চাইছে যে প্রত্যেকটা গল্প এইভাবে এগুলো পছন্দ করছেন না তারা। সবে তো ধারাবাহিক শুরু হল আর তার মধ্যেই বিয়ের স্লট। যদিও দর্শক কি বলছে বাকি চাইছে সে দিকে নজর না রেখে ধারাবাহিক চলছে নিজের ছন্দে।

এক্কাদোক্কা ধারাবাহিকের পোখরাজ আর রাধিকার সম্পর্ক বেশ পছন্দ করেন দর্শক। তাদের মধ্যে যে দুষ্টু মিষ্টি রসায়ন তার দর্শকের মনের বেশ কাছের। ধারাবাহিক শুরু হতে না হতেই নিজেদের অভিনয় দক্ষতায় মন জয় করে নিয়েছে দুজনেই। এসব কিছুর প্রমাণ আমরা পেয়েছি এই সপ্তাহের টিআরপি লিস্টে। ধারাবাহিক টি আরপি লিস্টের প্রথম ১০ ধারাবাহিকের মধ্যে জায়গা করে নিয়েছে। তবে অভিনেত্রী ঈপ্সিতাকে একটি নতুন চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই ধারাবাহিকে। রাধিকার কাকাতো বোন হিসেবে দেখা যাবে তাকে। যদিও তার অভিনয় ও দর্শক বেশ পছন্দ করেন।

এই ধারাবাহি কে ঈপ্সিতার এন্ট্রির কারন ছিল পোখরাজের সাথে রাধিকার কাকাতো বোনের বিয়ে। কিন্তু বিয়ের আগে সে জানতে পারে ভালোবাসে রাধিকাকে। এরই মধ্যে একটি নতুন প্রমো হাজির হয়। যেখানে দেখা যাচ্ছে রাধিকার কাকাতো বোনের সাথে বিয়ে হচ্ছে না পোখরাজের। বিয়ের পিঁড়িতে বসে আছে রাধিকা নিজে। অর্থাৎ ধারাবাহিকে আসতে চলেছেন নতুন টুইস্ট।

চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পোখরাজ বসে আছে বিয়ের পিড়িতে। আর সেখানে এক হাত ঘোমটা দেওয়া একটি মেয়েকে এনে বসানো হলো। প্রথমে সবাই ভেবেছিল গোবলুই, ঘোমটা দিয়ে এসে বসেছে। কিন্তু তারপরে ঘুমটা সরিয়ে সবাই দেখে নেয় যে ওটা রাধিকা। পোখরাজ সিঁদুর পড়াতে গেলে তাকে সিঁদুর পড়াতে বাধা দেয় ঠাম্মি। পোখরাজের হাত থেকে সিঁদুর কৌটো ছুড়ে ফেলে দেয়।

এবার শুধু এটাই দেখার যে রাধিকার সাথেই কি পোখরাজের বিয়ে হবে? নাকি ওদের বিয়ে ঠাম্মি হতে দেবে না? এসব কিছু দেখতে পাওয়া যাবে ধারাবাহিকের পরবর্তী এপিসোডে। তবে নতুন নতুন ধারাবাহিকে শুরু হতে না হতেই বিয়ের ফ্লপ পছন্দ করছেন না বেশ কিছু অংশের দর্শক। ডাক্তারি পড়া বাদ দিয়ে, রাধিকা বিয়ের পিঁড়িতে বসে আছে আর এরপর তাকে সামলাতে হবে শশুর বাড়ি। এমনটাই দেখিয়েছে প্রত্যেক ধারাবাহিকেও হবে না কোনো ব্যতিক্রম। সেটা জানে দর্শক খুব ভালো মতোই। এই সোশ্যাল মিডিয়ায় নেতৃত্বের একাংশ এ ভ্রমণ নিয়ে বিরক্ত প্রকাশ করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Related Articles

Back to top button