বাংলা সিরিয়াল

অপেক্ষার অবসান ঘটিয়ে নিখিল আর শ্যামা জুটি আবার আসছে ছোট পর্দায়, প্রকাশ্যে আসলো নতুন ধারাবাহিক “বাংলা মিডিয়াম” এর প্রমো, সোশ্যাল মিডিয়ায় খুশির ঝড়, ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন মাধ্যমের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হলেন নীল ভট্টাচার্য। নিজের নামের থেকেও বেশি কাজের ক্ষেত্রে পাওয়া নাম যেমন নিখিল এবং অভি নামেই বেশি পরিচিত তিনি দর্শক মহলে। বলা যায় নিজের অভিনয় দক্ষতার জোড়ি আজকের এই জায়গা তৈরি করেছেন তিনি। সম্প্রতি অভিনেতাকে দেখতে পাওয়া গেছে “উমা” ধারাবাহিকে। সেখানের কাজ শেষ হতেই টলিপাড়ায় গুঞ্জন ছিল যে নীলের সাথে জুটি বেঁধে নতুন ধারাবাহীকে দেখতে পাওয়া যাবে কৃষ্ণকলির শ্যামাকে। এই খবরে বেশ খুশি হয়েছিলেন দর্শক। আজ শনিবার সকালেই চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে নতুন ধারাবাহিক “বাংলা মিডিয়াম” এর প্রমো সম্প্রচার করা হয়।

কৃষ্ণকলি ধারাবাহিকে নিখিল আর শ্যামার জুটি বেশ পছন্দ করেছিলেন দর্শক। তখনই তারা চেয়েছিলেন এই জুটিকে আবারো পর্দায় দেখতে একসাথে। তবে নীল আর তিয়াসার এই নতুন ধারাবাহিক কিন্তু জি বাংলায় নয় আসবে স্টার জলসার পর্দায়। অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে স্টার জলসার সম্পর্ক অনেক পুরনো। নিজের ক্যারিয়ারের শুরু করেছিলেন অর্থাৎ স্টার জলসার ছেলেই বলা চলে তাঁকে। তবে তিয়াসা কিন্তু তেমনটা নয়। তিয়াসা শুরু হয় জি বাংলার হাত ধরে। এখন নীলের সঙ্গে জুটি বেঁধে স্টার জলসার নতুন ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে। জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিকের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে স্টার জলসার এই নতুন ধারাবাহিকটি অভিনেত্রীর দ্বিতীয় ধারাবাহিক।

ধারাবাহিকের প্রমোতে দেখানো হয়েছে যে, অভিনেত্রী তিয়াসা চরিত্রটি একটি গ্রামের মেয়ের চরিত্র। যেখানে তিনি গ্রামের স্কুলে বাচ্চাদের বিজ্ঞান পড়ান। অন্যদিকে অভিনেত্রীর কাছে আসছে দুটি চাকরির চিঠি। একটি হল বাংলা মিডিয়াম স্কুলে পড়ানোর জন্য। অন্যটি শহরের একটি নামই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর জন্য। আর সেই নামেই ইংলিশ মিডিয়াম স্কুলের কর্মকর্তা হিসেবে দেখানো হবে নীল ভট্টাচার্যকে। তার সাথে পোস্টারে দেখা যাচ্ছে অভিনেত্রীর সম্পূর্ণা লাহিড়ী কে। ধরে নেওয়া হচ্ছে এই ধারাবাহীতে তিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন। ধারাবাহিকের প্রমো সামনে আসতেই ধারাবাহিকের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ ভালো রকম প্রশংসা হয়েছে।

Related Articles

Back to top button