বাংলা সিরিয়াল

চোখে-মুখে মাতৃত্বরে আভা! জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য, হবু মা তনুশ্রীর সাধের অনুষ্ঠানে হাজির অভিনেত্রী শ্রুতি দাস

টেলিভিশন পর্দার পরিচিত মুখ তনুশ্রী ভট্টাচার্য। সম্প্রতি তার সাধের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি তার বন্ধু ও সহকারি শ্রুতি দাস শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। শেয়ার করার সাথে সাথেই তা ভাইরাল হয়েছে নিমেষে। এই ছবি দেখে অনেকেই অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্যকে শুভেচ্ছা জানিয়েছেন।

‘রাণী রাসমণি’ ধারাবাহিকে অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য মা ভবতারিণীর চরিত্রে অভিনয় করতেন। শেষ কয়েক মাসে তাকে সেই রূপে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন দর্শকরা। তবে তার মা হওয়ার খবর তিনি নিজেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি যেকদিন কাজ করেছিলেন ঐ দিনগুলোয় তার সহকারীরা তাকে একেবারে সাবধানে দেখে শুনে রেখেছিল। শুক্রবার তার সাধের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যসহ একাধিক তারকা বন্ধুরাও।

উপস্থিত ছিলেন পর্দার রামকৃষ্ণ, পদ্ম, জগদম্বা ও ‘দেশের মাটি’ ধারাবাহিকের নোয়া। সকলের সাথে এদিন বেশ আনন্দ করেই কাটিয়েছেন তিনি। তার সাধের অনুষ্ঠানে একাধিক পদ রান্না করা হয়েছিল তার জন্য। মিষ্টি থেকে ঝাল তালিকায় ছিল সবধরনের খাবার।

২০১৯-এ চালক শমীক বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। সম্প্রতি অভিনেত্রী এবং তার গোটা পরিবার তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন, তার মধ্যে একটি ছোট্ট প্রাণ ধীরে ধীরে বড় হয়ে উঠছে। এটাই তার কাছে সব থেকে বড় উপহার। তিনি জানান মা ভবতারিণী আশীর্বাদে তাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। ছেলে হোক বা মেয়ে সে অভিনেত্রী এবং তার পরিবারের কাছে খুবই আদরের হবে। সম্প্রতি অভিনেত্রী শ্রুতি দাস এদিনের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। যা সম্প্রতি গোটা নেটদুনিয়ায় নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

Related Articles

Back to top button